প্রশ্ন ও উত্তর

Ahlia Matrimony বায়োডাটা তৈরি করার জন্য কোন চার্জ নেয় না। 

আপনি যদি একজন দ্বীনদার ভাই বা বোন হয়ে থাকেন তাহলে আপনি এখানে বায়োডাটা তৈরি করতে পারবেন। দ্বীনদার অর্থাৎ ৫ ওয়াক্ত নামাযী। ভাইদের জন্য সুন্নাতি দাড়ি, টাখনুর উপরে কাপড় পড়া এবং হারাম ইনকামের সাথে জড়িত না থাকা। বোনদের জন্য নিকাবসহ পর্দা করা। 

আপনার যদি কোন বায়োডাটা পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ বাটনে ক্লিক করবেন। এরপর পেমেন্ট করে অভিভাবকের নাম্বারের জন্য রিকুয়েস্ট করবেন। ২৪ ঘন্টার মধ্যে ইন শা আল্লাহ্‌ আপনার কাছে আমরা অভিভাবকের নাম্বার পৌছিয়ে দিব। 

ডান দিকে উপরে “আমার বায়োডাটা>Delete/Hide Biodata” এখানে গিয়ে আপনি ফর্মটা ফিলাপ করে দিলেই হবে। 

আমরা আসলে আশা করি সবাই আল্লাহ্‌কে ভয় করে সত্য তথ্যটাই দিবে।  সব মিথ্যা আসলে বুঝা সম্ভব নয়। তবে যথাসম্ভব খোঁজখবর নিতে হবে।

আমাদের একটা শর্ত হচ্ছে যোগাযোগের জন্য অভিভাবকের নাম্বার দিতে হবে। যেহেতু আপনার বাসা থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন না সেহেতু আপনার বাসায় কল করলে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনি বায়োডাটা তৈরি করতে পারবেন না। বরং আপনি আমাদের এখানের বায়ো ডাটা পছন্দ হলে তাদের সাথে কথা বলে নিতে পারেন। 

আমরা এখানে শুধুমাত্র পাত্র পাত্রীর অভিভাবকের মধ্যে যোগাযোগ করিয়ে দিচ্ছি। বাদবাকি খোঁজ খবর নেয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। হাজারখানেক মানুষের চারিত্রিক সার্টিফিকেট আমরা দিচ্ছি না। এখান থেকে বিয়ে করে কোন সমস্যার সম্মুখীন হলে তার জন্য Ahlia Matrimony বা এর সাথে সম্পৃক্ত কেউ কোনভাবেই এর দায়ভার নিবে না। 

ফিচার্ড বায়োডাটা হচ্ছে আমাদের বায়োডাটা ব্যাংক থেকে বিশেষভাবে ফিচার করা বায়োডাটা যেগুলো আমরা হোমপেজে ফিচার করে থাকি। একটা ফিচার বায়োডাটা সাধারন বায়োডাটার চেয়ে কয়েকগুন বেশী ভিউ হয়।

আপনার বায়োডাটা ফিচার করতে চাইলে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফিচার বায়োডাটার জন্য নির্দিষ্ট হারে চার্জ প্রযোজ্য। 

আপনার বায়োডাটা বিভিন্ন কারনে এপ্রুভ নাও হতে পারে। কারনগুলো নিম্নরুপঃ