Profile picture of Ahlia

Biodata Number:. 2171

  • বায়োডাটার ধরন

    পাত্রীর বায়োডাটা

    বৈবাহিক অবস্থা

    ডিভোর্সড

    স্থায়ী ঠিকানা

    ময়মনসিংহ

    বিভাগ

    ময়মনসিংহ বিভাগ

    বর্তমান ঠিকানা

    ময়মনসিংহ

    বিভাগ

    ময়মনসিংহ বিভাগ

    জন্মসন (আসল)

    ১৯৯৮

    গাত্রবর্ণ

    শ্যামলা

    উচ্চতা

    ৫'৫''

    ওজন

    ৫৩ কেজি

    রক্তের গ্রুপ

    O+

    পেশা

    ছাত্র/ছাত্রী

বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ? বিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে হয়েছিল। আর ডিভোর্স হয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। কোনো বাচ্চা নেই। উনার সাথে ৪-৫ দিনের মতো সাংসারিক সম্পর্ক ছিল। উনি ইউরোপের একটি কান্ট্রিতে থাকতেন। সেখানকার নাগরিকত্ব ছিল উনার। উনার সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার এখনকার মতো দ্বীনি জ্ঞান ছিলনা তাই আমি অনেক কিছুতেই দুনিয়াবি চিন্তা করে ফেলেছিলাম তখন। আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা করেন, তা সবই কল্যাণ আলহামদুলিল্লাহ। কারণ উনি দ্বীনদার ছিলেন না, আর আমারও তখন দ্বীনের এমন জ্ঞান ছিলনা। আসলে উনার বয়স আমার থেকে অনেক বেশি ছিল ১৭- ১৮ বছরের বড় হবে হয়তো। দ্বীনি জ্ঞান না থাকার কারণে বয়সের কারণে আমার উনাকে বিয়ের আগেই পাএ হিসেবে পছন্দ হয়নি। উনাকে বিয়ের আগে একবারই দেখা, আর তখনই আমি আমার পরিবারকে জানাই উনাকে আমার পাত্র হিসেবে পছন্দ নয়।এরপর আমার বাবা-মা আমাকে কিছু না জানিয়েই এ বিষয়ে আগান। আমি অনেকবার কান্নাকাটি করে বলার পরও কেউই আমার কথা শুনেন নি। আর আল্লাহ তা’আলাই ভালো জানেন এ ব্যাপারে যে উনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন উনার বয়স নিয়ে যেটা আমি বিয়ের পর জানতে পারি। উনি উনার বয়স ৮ বছর কমিয়ে বলেছিলেন যদিও উনাকে দেখেই বোঝা যেত। কিন্তু আমার বাবা-মা উনার মুখের কথাই বিশ্বাস করেন। এগুলো বললাম কারণ বিয়ের আগে থেকেই এ বিয়েতে আমার অমত ছিল সেটা জানানোর জন্য আর তার প্রভাবও ছিল ডিভোর্স এ। উনার আচরণও আমার অনেকদিক থেকে ভালো লাগেনি। আর উনার সাথে আমার সেই দেশে যেয়ে সংসার করারও তেমন সাহস ছিলনা। উনি বিয়ের ৫ দিন পর আবার দেশের বাইরে চলে যান। এরপর আর উনার সাথে আমার কখনোই দেখা হয়নি। ডিভোর্সের আগেও নয়। উনি যাওয়ার পর উনার সাথে আমি কলে কথা বলতে চাইতাম না শুরু থেকেই। আমার বাবা-মা অনেক জোড়াজোড়ি করার পরও বলিনি কথা। এভাবে ৩ মাসের মতো উনি ফোন দিলেও কথা বলিনি। আসলে এটা যে আমি ভালো কাজ করেছি সেটা বলছি না। আমার আসলে উনার সাথে কোনোপ্রকার কথা বলতে ইচ্ছা হতো না আর আমি মন থেকে উনাকে স্বামী হিসেবে ভালোও বাসতে পারছিলাম না তাই কথা বলতে ইচ্ছা হতো না। এভাবে আমার ফোনে কথা না বলায় উনিও ৩ মাস পর থেকে কল দেয়া বন্ধ করে দেন। যদিও এর মাঝে বেশ কয়েকবারই উনি যোগাযোগ করেছিলেন আমার বাবার সাথে, তবে আমার সাথে সেভাবে আর কথা হয়নি। ফলশ্রুতিতে উনি বেশ কয়েকবারই আমার পক্ষ থেকে ডিভোর্স দিতে বলেছেন, কিন্তু আমার বাবা মা কিছুতেই রাজি ছিলেন না এ ব্যাপারে। তাই অনেক আগে ডিভোর্সের কথা উঠলেও ডিভোর্স হয়নি। পরবর্তীতে আমার বাবা-মা ও বুঝতে পারেন এভাবে আর সম্ভব নয়, ফলে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমার পক্ষ থেকে তালাক হয়, উনিও আমার পক্ষ থেকেই তালাক চাচ্ছিলেন। সেসময় উনার পক্ষ থেকে উনার পরিবারের সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, চরিত্র হেফাজতের মাধ্যম আল্লাহর দয়ায়। বিয়ে করতে চাই রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের জন্য ইনশা আল্লাহ আল্লাহর দয়ায়। কারণ রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনুল কারিমে আমাদেরকে এ কথা জানিয়েছেন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর প্রিয় হতে হলে অবশ্যই রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে ইনশা আল্লাহ।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না আলহামদুলিল্লাহ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে)? জ্বি, দ্বীনি পড়াশোনা চালিয়ে যেতে চাই ইনশা আল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
অন্যান্য তথ্য
বিশেষ কিছু যদি জানাতে চান? যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই এ ওয়েবসাইটের ফরমেটে বায়োডাটা তৈরি করে মেইল করাটা বাধ্যতামূলক, কারণ তাছাড়া পাত্রের ব্যাপারে মৌলিক ধারণা নেয়াটা অনেক কঠিন হয়ে যায়। কোনো প্রকার ছবি চাওয়া থেকে বিরত থাকার বিনীত অনুরোধ রইল, কারণ এটা আল্লাহর জন্য পর্দা রক্ষার স্বার্থে দেয়া হবে না ইনশা আল্লাহ। আমার উচ্চতা আলহামদুলিল্লাহ ৫'৫.৫"।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স? ৩৫ অবধি ইনশা আল্লাহ।
গাত্রবর্ণ? দ্বীনদারিতা প্রাধান্য ইনশা আল্লাহ, তাই যেকোনো ইনশা আল্লাহ।
নূন্যতম উচ্চতা? সর্বনিম্ন ৫'৫" বা ৫'৬" হলে ভালো হয় ইনশা আল্লাহ। বাহ্যিক চাহিদার ক্ষেত্রে উচ্চতাটা আমার সমপরিমাণ চাওয়া ইনশা আল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উত্তম পরিকল্পনাকারী।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা? আল্লাহর ফরজ বিধানগুলো কঠোরভাবে মেনে চলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেকোনো সুন্নাহ পালন করার চেষ্টা করেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আল্লাহর জন্য অনেক ভালোবাসেন; এমন যোগ্যতা থাকলেই হবে ইনশাআল্লাহ।
জেলা? দ্বীনদারিতা প্রাধান্য ইনশা আল্লাহ, তাই যেকোনো জেলা ইনশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা? অবিবাহিত/ ডিভোর্সড/ বিপত্নীক
পেশা? হালাল পেশা যেকোনো ইনশা আল্লাহ।
অর্থনৈতিক অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যে অর্থনৈতিক অবস্থা কল্যাণকর মনে করেন, তাই চাই ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান? সুন্নাতি দাড়ি থাকা বাধ্যতামূলক ইনশা আল্লাহ। এবং ইনকামও পরিপূর্ণরূপে হালাল হওয়া বাধ্যতামূলক ইনশা আল্লাহ।
পারিবারিক অবস্থা? দ্বীনদার তাকওয়া সম্পূর্ণ পরিবার রবের দয়া দ্বারা আশা করি।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন? একজন পরিপূর্ণ তাকওয়াসম্পন্ন পুরুষ, যিনি সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লাকে ভয় করেন। আসলে এ কথার ভেতরেই সব বলে ফেলেছি আলহামদুলিল্লাহ।   নিচেরগুলো আরো পরিষ্কারভাবে বোঝার জন্য বলা, তা হলোঃ   সর্বদা নিজেকে হারাম থেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করেন,অনিচ্ছা স্বত্বেও নফস বা শয়তানের ধোকায় পরে ভুল হয়ে গেলে,রবের কাছে আবার ফিরে আসেন,সর্বদা রবের নিকট ক্ষমা প্রার্থনা করেন,নজরের হেফাজত করেন সব জায়গায়,সেটা হোক অনলাইন বা অফলাইন। কঠোরভাবে গায়রে মাহরাম মেইনটেইন করেন,এ ব্যাপারে কোনো শিথিলতা অবলম্বন করেন না,যেকোনো ভালো কাজের ব্যাপারে আল্লাহর জন্য তৎপর। স্ত্রীর পর্দার ব্যাপারে সচেতন,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পুরুষ হিসেবে তাঁকে একটা পরিবারে যেভাবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব দিয়েছেন,সে ব্যাপারে সচেতন। এবং রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্ত্রীর প্রতি কোমল আচরণকারী। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন এবং ভবিষ্যতেও আল্লাহ চাইলে সর্বদা তাঁর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার প্রতি ভালোবাসা অনুভব করেন। সর্বদা আখিরাতের ফিকির করতে ভালোবাসেন এবং দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা ভেবে,কোনোভাবে এই পরীক্ষায় আল্লাহর সন্তুষ্টির সাথে জীবনটা কাটিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেন সবসময়। সর্বদা একটা সুন্দর মৃত্যুর আশা রাখেন রবের পক্ষ থেকে, রবের দয়ার দ্বারা।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাম বাবু রোড, ময়মনসিংহ সদর।
বর্তমান ঠিকানা রাম বাবু রোড, ময়মনসিংহ সদর।
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ সদরেই, আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৫
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৭
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of Science (B.Sc) in Information And Communication Engineering (ICE)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, নাটোর।
পাসের সন দ্বিতীয় বর্ষ কমপ্লিট করে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে ছিলাম। এরপর আর চলমান রাখিনি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ।ঈমানের হেফাজত এবং পর্দার যথাযথ সংরক্ষণের জন্যই জেনারেল পড়াশোনা বাদ দিতে পেরেছি রবের দয়ায়,আলহামদুলিল্লাহ।
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর আলিম কোর্স, ব্যাচ নং: ২২৮
পারিবারিক তথ্য
পিতার পেশা আগে ব্যবসা করতেন। এখন আপাতত কিছু করছেন না। আর দোকান ভাড়া দিয়েছেন।
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ৪জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য বড় বোনঃ শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক সম্পূর্ণ- বিএসসি ইন নার্সিং,ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ। বৈবাহিক অবস্থা-বিবাহিত। পেশাঃ একটি প্রাইভেট নার্সিং কলেজে শিক্ষকতা করেন।   ২য় আমি   ৩য় বোন- অনার্স এ ভর্তি হবে ইনশা আল্লাহ। অবিবাহিত।   ছোট বোন- অষ্টম শ্রেণিতে পড়ে।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত ও সম্মানিত আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) পরিবারের সবাই পরিপূর্ণভাবে দ্বীনের অনুসরণ করেন না। বিস্তারিত লিখাতে গীবতের ভয় করছি, তাই বলতে পারছিনা।
ব্যক্তিগত তথ্য
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? বোরকা, হিজাব, নিকাব, হাত ও পা মোজা পরিধান করি আলহামদুলিল্লাহ।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যা আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? দেড় বছরের বেশি সময় যাবত আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? তিলওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। আরো সুন্দরভাবে তিলাওয়াতের জন্য এখনো চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি আলহামদুলিল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন? নেই আলহামদুলিল্লাহ।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? আল্লাহর রহমতে তেমন কোনো শারীরিক বা মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। তবে চোখের জন্য চশমা পরতে হয় আলহামদুলিল্লাহ। পাওয়ার (-১ ডান এবং -২.২৫ বাম)।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না, যুক্ত হওয়ার তাওফিক হয়নি এখনও।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হচ্ছে কবর, আর কবর জিয়ারত করা যায় শুধু, আর তা ব্যতিত সকল কিছু শিরকের অন্তর্ভুক্ত।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন? ইসলামিক বই সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই। তবে কুরআনের অনুবাদ পড়তে শুনতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। কুরআন এবং হাদীসের আলোচনা শুনতে অনেক পছন্দ করি আলহামদুলিল্লাহ। আর এই শুনার মাধ্যমেই আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আমার এই দ্বীনের সঠিক পথে আগমন আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন? শায়খ আহমাদউল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব, আবু ত্বহা মোহাম্মাদ আদনান। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনাদের হেফাজত করুন। উনাদের বয়ান শুনা হয় আলহামদুলিল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন? আমি আল্লাহর অতি নগন্য একজন বান্দা, আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়ায় আল্লাহর প্রিয় হতে চাই, তার জন্য রবের সকল নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। অনেক সময় পরিপূর্ণ চেষ্টার অভাবে ভুল হয়, কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়।   আল্লাহর সকল কথা রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ আমার পছন্দ আলহামদুলিল্লাহ। শখ বা ইচ্ছা সর্ব অবস্থায় রবের সন্তুষ্টি, সর্বদা আমার উপর রব যেনো সন্তুষ্ট থাকেন। যদিও আমি এমন বান্দা যে সর্ব অবস্থায় রবকে সন্তুষ্ট করতে পারিনা, কিন্তু আল্লাহর কসম আমি আমার উপর রবকে কখনো অসন্তুষ্ট রাখতে চাই না, আলহামদুলিল্লাহ। কারণ রবের অসন্তুষ্টি আমার জন্য অনেক ভয়ের কারণ, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য দুনিয়াবী ইচ্ছার মাঝে একজন চক্ষু শীতলকারী, আনুগত্যশীল স্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করি ইনশা আল্লাহ আল্লাহর দয়ায়। আল্লাহর হুকুম অনুযায়ী সর্বদা ঘরে অবস্থান করতে চাই ইনশা আল্লাহ। সকলের হক আল্লাহর জন্য পরিপূর্ণ রূপে আদায় করতে চাই ইনশা আল্লাহ। একজন আল্লাহ এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী নেতৃত্বদানকারী জীবনসঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ থেকে আশা করি, আলহামদুলিল্লাহ। একজন আদর্শ মা হওয়ার ইচ্ছা পোষণ করি আল্লাহর জন্য ইনশা আল্লাহ। হাজেরা আলাইহিস সালাম এর মতো আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নারী হতে চাই ইনশা আল্লাহ, আল্লাহর দয়ায়। ইসমাঈল আলাইহিস সালাম এর মতো সন্তান তৈরি করতে চাই ইনশা আল্লাহ, আল্লাহর দয়ায়। যাঁরা ছিলেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাশীল, আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর সন্তুষ্টির সাথে দুনিয়ার জীবনটা কোনোভাবে পার করাটাই একমাত্র উদ্দেশ্য আল্লাহর দয়ায়। রবের পক্ষ থেকে পরিপূর্ণ ক্ষমা লাভ করে, রবের দয়া দ্বারা রবের সন্তুষ্টির সাথে মৃত্যুই একমাত্র লক্ষ্য, আলহামদুলিল্লাহ। আল্লহুম্মা আমিন।
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

আপনার বায়োডাটা বিভিন্ন কারনে এপ্রুভ নাও হতে পারে। কারনগুলো নিম্নরুপঃ