Profile picture of Ahlia

Biodata Number:. 3763

  • বায়োডাটার ধরন

    পাত্রীর বায়োডাটা

    বৈবাহিক অবস্থা

    অবিবাহিত

    স্থায়ী ঠিকানা

    গাইবান্ধা

    বিভাগ

    রংপুর বিভাগ

    বর্তমান ঠিকানা

    গাজীপুর

    বিভাগ

    ঢাকা বিভাগ

    জন্মসন (আসল)

    ২০০৩

    গাত্রবর্ণ

    শ্যামলা

    উচ্চতা

    ৫'৩''

    ওজন

    ৪২ কেজি

    রক্তের গ্রুপ

    O+

    পেশা

    ছাত্র/ছাত্রী

বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ রাজি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অবশ্যই দৃষ্টি হেফাজতে রাখতে, নিজের নফস টাকে বেড়ি পরাতে যাতে এই পৃথিবীতে আল্লাহ তায়ালা অনুগত থাকতে পারি আর তাকে নিয়ে জান্নাত পযন্ত যেতে পারি , বর্তমান এ ফিতনা যুক্ত পরিবেশ নিজেকে যিনার গুনাহ থেকে বাঁচানোর জন্য যাতে হারাম এ জরিয়ে পরে আল্লাহ তায়ালা ভালোবাসা থেকে বঞ্চিত না হই এই ভয়ে , একজন প্রকৃত দ্বীনদ্বার চক্ষুশিতল তাকওয়াবান গায়রত সম্পূর্ণ উত্তম জিবন সাথী যার কাছাকাছি থাকলে আমি আমার রব এর আরো কাছাকাছি যেতে পারবো ,,ফেতনা থেকে বেঁচে পরকালে জান্নাত পৌঁছানো আর আল্লাহ রাব্বুল আলামীন এর অধিক প্রিয় হবার লক্ষেই বিয়ে করা ,ফেতনা মুক্ত পরিবেশ ও পরিবার এ থেকে সুষ্ট ও সুন্দর মতো আল্লাহর আনুগত্য করা এবং একটা জান্নাতি পরিবার গঠন করার লক্ষ্যে ইং শা আল্লাহ বিয়ে করা ,এখন যেমন ফরজ বিধান মানতে অনেক বাধা সৃষ্টি হয় আর সেটা আমি একাই মোকাবিলা করি তাই একজন উত্তম সাথী চাই যিনি আমাকে সব সময় আমার রব এর কাছাকাছি যেতে সাহায্য করবেন ,,
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না,,তবে খাদিমা হবার অনেক ইচ্ছা,দ্বীনের খেদমত করার অনেক ইচ্ছা আছে তবে সেটা উনার (তার সাথে বিয়ে হবে)সম্মতি দিলে তবেই ইং শা আল্লাহ,তা ছাড়া না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে)? জি ইং শা আল্লাহ,, দুনিয়াবি পরাশুনা না তবে দ্বীনি পরা শুনা মৃত্যুর আগ পর্যন্ত করতে চাই , আইওএম কনটিনিউ করবো আর যদি কখনো সুযোগ হয় গভীর ভাবে দ্বীন কে জানার তখন করতে চাই ইং শা আল্লাহ,,এতে আমাকে সাপোর্ট করতে হবে,
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে)? না
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য? ছাত্রী
বিশেষ কিছু যদি জানাতে চান? বায়ো পছন্দ হলে পরিবার এর সাবার সামনে পরে শোনাবেন, অবশ্যই মেইলে আগে বায়ো জামা দিবেন,বায়ো পছন্দ হলে ইস্তেখারা করে দেখতে পারেন ,,হারাম ইনকাম এর কেউ যোগাযোগ করবেন না ,মেয়ে দেখতে আসলে অবশ্যই মাহরাম নিয়ে আসবেন ,, মেয়েকে শুধু মেয়ে মাহরাম আর ছেলে  দেখতে পারবেন ,যারা মেয়ে দেখতে মেয়ের নন মাহরাম  যারা ( ছেলের বাবা ,চাচা,মামা)নিয়ে আসেন তারা যোগাযোগ করবেন না ,কারন আপনার মাহরাম আমার জন্য নন মাহরাম ,
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স? ২২ থেকে ৩০ পর্যন্ত
গাত্রবর্ণ? শ্যামলা ,উজ্জল শ্যামলা, ফর্সা যেকোন (দ্বীনদারিত্ব সব কিছুর উপর প্রাধান্য পাবে ) অবশ্যই চক্ষুশীতল হতে হবে ,
নূন্যতম উচ্চতা? ৫ ফুট ৪ ' বা এর উপরে
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা? এইচএসসি, অনার্স,হাফেজ কিংবা আলেম যেকোন ,(তবে ইসলাম এর ফরজ বিধান গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে )
জেলা? রংপুর কিংবা ঢাকার আশপাশে হলে ভালো হয় ,তবে অন্য জেলা হলেও সমস্যা নেই ,, বেশি দুর যেনো না হয় ,ভেবে দেখবো দুরের হলে ,,দ্বীনদ্বারিত্ব প্রাধান্য পাবে
বৈবাহিক অবস্থা? অবিবাহিত
পেশা? হালাল পেশা ইং শা আল্লাহ
অর্থনৈতিক অবস্থা? মধ্যবিত্ত,কুফু মিললে হয়
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান? অবশ্যই সুন্নাতি দাড়ি থাকতে হবে যেটা রাসুল (সা) এর সুন্নাহ।যারা স্টাইল করে কিংবা ভেবে দাড়ি রাখছেন তারা যোগাযোগ করবেন না ,ইনকাম অবশ্যই হালাল হতে হবে ,কোন‌প্রকার হারাম কাজে জড়িত থাকা যাবেনা,ততটুকু হালাল ইনকাম হলেই যতেষ্ট যতটুকু দিয়ে উনি উনার আহলিয়া ও ও পরিবার এর ভরনপোষন করতে পারবেন ,বিলাসিতার আকারে না ,যতটুকু খুব সাধারন ভাবে চলতে গেলে লাগে ততটুকু হলেই হলেই চলবে ইং শা আল্লাহ,,হালাল ভাবে ইনকাম এ কম খেয়ে শান্তি ও আল্লাহর সন্তুষ্টি তে থাকবো তবুও হারাম খেয়ে এ বিলাসীতার প্রয়োজন নেই
পারিবারিক অবস্থা? প্রাকটিসিং মুসলিম হলে ভালো হয় ,তবে যদি না হয় তাহলেও বানিয়ে নিবো ইং শা আল্লাহ,তবে এই ব্যপারে আমাকে সব সময় সাহায্য ও সাপোর্ট করতে হবে সব দিক থেকে যাতে একসাথে মিলে একটা জান্নাতি পরিবার গঠন করতে পারি ইং শা আল্লাহ
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন? অবশ্যই একজন প্রকৃত দ্বীনদ্বার চক্ষুশিতল তাকওয়াবান গায়রত সম্পূর্ণ উত্তম জিবন সাথী, লেবাসধারী হওয়া যাবে না ,আল্লাহ ভীরু হতে হবে ,ইসলামের বিধানে বিশেষ করে ফরজ বিধানে সামান্য তম ছাড় দেওয়ার মন মানসিকতা রাখা যাবে না , মানুষ কি বলবে ,সমাজ  কি বলবে ,পরিবার ভুল বুঝবে এমন ভাবনা থাকা যাবে না ,যা ইসলাম বলেছে তাই করতে হবে ,এতে ছাড় দেওয়া যাবে না , পর্দা ও ইসলামের ফরজ বিধান গুলোর উপর কঠোর হতে হবে ,গায়রতবোধ থাকতে হবে প্রচুর পরিমান এ ,অনেক সময় দেখা যায় যে পরিবার প্রাকটিসিং মুসলিম না হওয়ায় অনেক বিষয় গুলো কে খুব সাধারণ ভাবে নেয় যেমন: মাহরাম ও নন মাহরাম এর ব্যপার টা ,(অনেক সময় দেখা যায় যে শাশুড়ি মা রা বলে যে আমার ছেলের বউ কেন আমার মেয়ের জামাই এর সামনে যাবে না কেন আমি আমার অন্য আত্নীয় স্বজন কে আমার ছেলের বউ কে দেখাতে পারবো না অন্য সব সাধারন মানুষ এর মতো ) এরকম পরিস্থিতি তৈরি হলে অবশ্যই তাকে সামলানোর মতো ক্ষমতা রাখতে হবে ,পরিবার কে বোঝাতে হবে ,আমাকে আমার পর্দা তে সাহায্য করতে হবে , স্ত্রীর পর্দা ব্যপারে একটু ও ছাড় দেওয়ার মানসিকতা রাখা যাবে না ,স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার ক্ষমতা থাকতে হবে (শুধু ইট এর দেয়ালেই স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার যায় এমন না টিনের বাড়িতেও স্ত্রী কে পরিপূর্ণ পর্দায় রাখা যায় যদি সেই পুরুষ এর গায়রোতবোধ থাকে ) মনে রাখতে হবে আমার স্ত্রী আমার আমানত ,দ্বীনের ব্যপারে কোন কম্প্রোমাইজ করবো না ,আমি চাই এমন একজন মানুষ যিনি আমাকে দ্বীনের ব্যপারে সব সময় তাগিদ করবে,সব সময় দ্বীন মানতে ও পালন করতে সাহায্য ও সাপোর্ট করবে ,এমন একজন মানুষ যিনি আমাকে আমার রব এর আরো কাছে নিয়ে যাবে , এমন একজন মানুষ চাই যাকে আমি এই পৃথিবীতে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার হিসাবে পাব ,এমন একটা পরিবার চাই যেখানে থাকলে আমার মনে হবে যে জান্নাত এর সামান্য একটু অংশতে আছি মনে হয়,( যদি পরিবার এমন না হয় তাহলে বানিয়ে নিতে চাই ইং শা আল্লাহ,তবে তার পরিপূর্ণ সাপোর্ট থাকতে হবে সব সময় )বেশি রাগি হওয়া যাবে না ,রাগ কে খুব ভয় পাই ,সবর থাকতে হবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সবাইকে সামলাতে হবে ,আমাকে শাসন এ রাখতে হবে যাতে কখনো দ্বীনের ব্যপারে গাফিলতি না করতে পারি ,ছোট বড় সবাইকে সম্মান করতে হবে সবার মতামত কে সম্মান করতে হবে ,বাজে ভাষায় কথা বলা যাবে না এটা একদম পছন্দ করি না ,এমন একজন মানুষ চাই যার সাথে আমি আমার সব কথা নির্দ্বিধায় বলতে পারবো ,আমাকে কখনো এটা ভাবতে হবে না যে কি ভাববে এই টা বললে কিংবা ওইটা বললে , কখনো মাঝে মাঝে সুযোগ হলে আমাকে নিয়ে রাতের বেলা হাঁটতে নিয়ে যেতে হবে  চাঁদ দেখাতে ,আমাকে কোরআন তেলোয়াত করে শুনাতে হবে ,ইসলামিক বই পরতে আগ্রহী হতে হবে ,আমাকে বই কিনে দিতে হবে ( এটা অপশনাল যদি সামর্থ্য থাকে তবেই তা ছাড়া না ইং শা আল্লাহ) সামর্থ্যের বাহিরে কোন চাওয়া পাওয়া থাকবে না ইং শা আল্লাহ,সব শেষ এ আল্লাহ তায়ালার অধিক প্রিয় হবার জন্য ও পরকালে একসাথে জান্নাত এ থাকার জন্য এই পৃথিবীতে একসাথে লড়ে যেতে হবে ,, ইং শা আল্লাহ 
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
ঠিকানা
স্থায়ী ঠিকানা থানা: সুন্দরগঞ্জে,জেলা: গাইবান্ধা, ইউনিয়ন:বামনডাঙ্গা ,গ্রাম :হাসানগঞ্জ
বর্তমান ঠিকানা ঢাকা, গাজিপুর, কাসিমপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ মানবিক বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২০
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২২
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইসএসসি,ড. এম আই পাটোয়ারী টেকনিক্যাল ইনিস্টিউ ,ব্যবসা বিভাগ ,পাশের সন : ২০২২
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আইওএম এ দীর্ঘ মেয়াদী আলিম কোর্স এ আছি আলহামদুলিল্লাহ,ইকরা তে এ্যারাবিক হ্যান্ড রাইটিং কোর্স করেছি ,
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর 228
পারিবারিক তথ্য
পিতার পেশা গার্মেন্টস জব (আইরন ম্যান)
মাতার পেশা গার্মেন্ট জব (অপারেটর ) বাবা হঠাৎ অসুস্থ হয়ে পারায় আম্মু সংসার টা সামলাতে জব নিয়েছিলেন
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য আমার ছোট ,৪ বছর রানিং চলছে আলহামদুলিল্লাহ
চাচা মামাদের পেশা মামা নেই ,,চাচা আছেন উনারা পরিবারে নিয়ে বাইরে
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) সেরকম ভালো না ,নামাজ এ রেগুলার না , পর্দার ব্যাপারে ওতো টা সতর্ক না ,তবে বাইরে বোরকা পরে যায় মা ,, মাহরাম নন মাহরাম সম্পর্কে ধারনা খুব এ কম,,, কিন্তু আমার দ্বীনের মানার ব্যাপারে বাধা দেন না কখনো ,,
ব্যক্তিগত তথ্য
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো ডিলেডালা বোরকা ,হিজাব ,বড়ো নিকাব,হাত পা মুজা , প্রয়োজন এ চোখ ও ঢাকা হয় আলহামদুলিল্লাহ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ ,খুশুখুজুর সাথে পড়া হয়
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ছোট বেলা থেকেই নামাজ রোজা করা হতো আলহামদুলিল্লাহ,,তবে রোজা তবে রেগুলার হলেও নামাজ এ রেগুলার ছিলাম না ,তবে দ্বীনের ফেরার পর থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত খুশুখুজুর সাথে সালাত আদায় করা হয় আলহামদুলিল্লাহ,প্রায় ১১ মাস মতো
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ,,তবে পরিবার এর অবস্থা সেরকম দ্বীনি না হওয়ায় অনেক কষ্ট করে মানতে হয় , বাইরে মানতে সহজ হলেও ঘরে একটু কষ্ট হয় তবে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চেষ্টা করি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ,,তবে আরো ভালো করে শিখছি আইওএম এ
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি মাযহাব,তবে সব মাযহাব কে সম্মান করি আলহামদুলিল্লাহ
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন? না
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না এসব দেখা হয় না ,
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? না নেই আলহামদুলিল্লাহ,,তবে -25 এর চশমা ব্যবহার করা হয়,মাইগ্রেন এর ব্যথার জন্য
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না,
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না ,
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শিরক ,আল্লাহ হেফাজত করুন
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন? নবী রাসুল ও সাহাবাদের জিবনী গুলো পরতে ভালো লাগে ,এছাড়া ১.আর -রাখিকুল মাখতুম ,২.লা তাহসান ,৩.বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন? মুফতি যুবায়ের আহমেদ (উস্তায) ২.শায়েখ আহমাতুল্লাহ,৩.আবু ত্বো মোহাম্মদ আদনান
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে)? সেরকম কিছু নেই ,শিখছি শেখার চেষ্টা করে যাচ্ছি,যতই এগোচ্ছি আর দ্বীন সম্পর্কে জানতে পারছি একটু একটু করে নিজেকে তত তুচ্ছ মনে হচ্ছে, যে দ্বীন সম্পর্কে খুব খুব কম জানতে পেরেছি
নিজের সম্পর্কে কিছু লিখুন? সকল প্রসংশা মহান আল্লাহ তায়ালা,আমি অহংকার ও রিয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ,কেননা অহংকার শুধু একজন কেই মানায় , যিনি এই সমগ্র সৃষ্টির সৃষ্টি কর্তা,আমি আল্লাহ তায়ালা কাছে এটা থেকেও আশ্রয় চেয়ে নিচ্ছি যে আমি যেনো এই বায়ো তে মিথ্যা কিছু লিখতে বা কল্পনাও করতে না পারি ,আমিন , আমি গুছিয়ে তেমন কথা বলতে পারি না ,আমি খুব সাধারণ ঘরের সাধারন একটা মেয়ে ,সাধারন ভাবেই চলতে পছন্দ করি ,বেশি জাঁকজমক পছন্দ না ,বেশি বিলাশিতা ও পছন্দ করি না ,মিথ্যা কথা খুব অপছন্দ করি , সোজাসুজি কথা বলতে পছন্দ করি ,ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করি না ,ছোট থেকেই গ্রামে খুব সাধারন ও শান্ত পরিবেশ এ বড়ো হয়েছি আলহামদুলিল্লাহ,কিন্তু পরিবেশ টা দ্বীনি ছিলো না , সব সময় কম কথা বলতে পছন্দ করি ,খুব তাড়াতাড়ি সবার সাথে মিলে যেতে পারি ,যে কোন কঠিন পরিস্থিতিতে সবাইকে সামলে নিজেকে বুঝ দিতে পারি , পরিস্থিতির সাথে আপোস করে চলতে পছন্দ করি , পরিস্থিত  বুঝে যে কোন সমস্যা সমাধান করতে ভালোবাসি,সবর করার  কিছু ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামীন ,সব সময় খুব সিম্পল থাকতে পছন্দ করি , বর্তমান এর কিছু মেয়েদের যতো চাহিদা বা প্রশাধনি  সেগুলো সাথে আমি একদম অপরিচিত,, আমার পছন্দ: আমি সব থেকে বেশি পছন্দ করি খোলা আকাশ রাতের বেলা ঝলমলে চাদের আলোয় মাখা একটা নিস্তব্ধ পরিবেশ (চাঁদনী রাত)এছাড়াও বৃষ্টি আমার খুব পছন্দের,ইসলামিক বই কেনা একটা নেশার মতো ,বই পরতে ভালোবাসি সংগ্রহ করতে ভালোবাসি, টুকটাক রান্না করতে ভালো বাসি ,ঘুরতে পছন্দ করি (যদিও বাইরে ঘোরা হয় না মাহরাম অভাব এ )সেলাই মেশিন এর কাজ পারি ,বেশি খেতে পছন্দ করি না , পছন্দের খাবার চকলেট, আইচক্রিম,,কেউ রেগে কিছু বললে মন খারাপ হয় ঠিকি কিন্তু একটু ভালো করে আবার  কথা বললেই সব ভুলে যাই আমি , আর একটা সত্যি কথা বলতে কি একটা মানুষ কেমন হবেন সেটা কখনোই ২-৪ লাইন কথা কিংবা একটা গোটা রচনা বলে ও বোঝানো সম্ভব না , তবুও কিছু বেসিক বিষয় আছে যা না বললেই নয় ,একটা মানুষ প্রকৃত অর্থে কেমন হবেন সেটা তার সাথে থাকলে কিংবা তার চলাফেরা দেখলে বুঝা যায় (খুব বেশি দ্বীন হয়নি আমার দ্বীনে ফেরার ,তাই নিজেকে নিয়ে বেশি কিছু বলতে পারি না ,আমি আল্লাহ তায়ালা অধম একজন  বান্দি )
যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের মোবাইল নাম্বার এবং ইমেইল পেতে নিচের বাটনে ক্লিক করুন।

অভিভাবকের সাথে যোগাযোগ

আপনার বায়োডাটা বিভিন্ন কারনে এপ্রুভ নাও হতে পারে। কারনগুলো নিম্নরুপঃ