শর্তাবলিঃ
১.বায়োডাটা তৈরি করার সময় আপনার সরবরাহকৃত সকল তথ্য সত্য হতে হবে। প্রদত্ত তথ্যে কোন মিথ্যার আশ্রয় নেয়া হলে কর্তৃপক্ষ বায়োডাটা ডিলিট করার ক্ষমতা রাখে।
২.আমাদের এখানে বায়োডাটা তৈরি করে বিয়ে সম্পন্ন হলে আমাদের জানিয়ে দিতে হবে। এতে করে আমরা আপনার বায়োডাটা ডিলিট করে দিব।
৩.আমাদের এখানে বায়োডাটা তৈরি করার সময় আপনার সাথে যোগাযোগের জন্য অবশ্যই আপনার অভিভাবকের নাম্বার দিতে হবে। নিজের নাম্বার কিছুতেই দেয়া যাবে না।
৪.Ahlia Matrimony তে নিবন্ধন করেছেন এমন কোন ভাই বা বোন মিথ্যার আশ্রয় নিলে এর দায়ভার কোনমতেই কর্তৃপক্ষ নিবে না।
৫.কোন বায়োডাটা পছন্দ হলে অভিভাবকের সাথে কথা বলে নিজ দায়িত্বে খোঁজ খবর নিতে হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষ কোন ভূমিকা পালন করতে অপারগ।
৬.একজন একের অধিক বায়োডাটা তৈরি করতে পারবেন না।
৭.বোনদের ক্ষেত্রে বায়োডাটা তৈরির সর্বনিম্ন বয়স ১৮ এবং ভাইদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ হতে হবে।
৮. বায়োডাটা পছন্দ হলে যোগাযোগ করার জন্য মূল্য তালিকা নিম্নরুপঃ
শুধু ১ টি বায়োডাটা ১০০ টাকা
একসাথে ২ টি বায়োডাটা ১৮০ টাকা
একসাথে ৩ টি বায়োডাটা ২৪০ টাকা
একসাথে ৪ টি বায়োডাটা ২৮০ টাকা
একসাথে ৫ টি বায়োডাটা ৩০০ টাকা
৯.যোগাযোগের জন্য নাম্বার পাবার পর রিজেক্টেড হলে রিফান্ড প্রযোজ্য নয়।
© 2021 ahlia.org | Matrimony Site By Islamic Online Madrasah(IOM)