প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জ্বি, আলহামদুলিল্লাহ। |
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোট থেকেই পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক মনে নেই কবে থেকে পড়ি। আমার পরিবার নামাজের বিষয়ে সচেতন থাকার কারণে সম্ভব হয়েছে আলহামদুলিল্লা। |
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জ্বি আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করি। |
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বি আলহামদুলিল্লাহ, মুয়াল্লিমা ট্রেনিং নিয়েছি, সকাল সন্ধ্যা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ। |
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
কালো বোরকা, হিজাব/ নিকাব / খিমার যখন যেটা সুবিধা মনে হয়, হাত -পা মোজা আলহামদুলিল্লাহ। SSC এরপর থেকে বোরকা পরা শুরু, একাডেমিক পড়াশোনার জন্য কখনো নিকাব খুলে ক্লাস করিনি আলহামদুলিল্লাহ । |
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
না। |
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না। অভ্যাসগতভাবে আমি কখনোই এগুলো দেখতাম না বা শুনতাম না। বা কখনো এগুলোর প্রতি আসক্তিও ছিল না। বাসায় কখনোই টিভি আনা হয় নাই বলে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এখন তো একেবারেই avoid করি আলহামদুলিল্লাহ। বিনোদনের জন্য কুরআন তিলাওয়াত শুনি বা ইসলামী নাশিদ ও প্রিয় বক্তাদের লেকচার শুনি আলহামদুলিল্লাহ । সময় পেলেই ইসলামিক বই পড়ি আলহামদুলিল্লাহ । |
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না, আলহামদুলিল্লাহ। |
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না। |
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? |
না। |
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজার বিশ্বাস করা একেবারেই শির্ক। কবর জিয়ারত ব্যতীত মৃত মানুষের কাছে কিছু চাওয়া একেবারে শির্ক এর অন্তর্ভুক্ত। |
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
বই পড়া আমার খুব প্রিয় আলহামদুলিল্লাহ, বলা যায় একটা নেশা। বিশেষ করে ইসলামিক বই। আর রাহীকুল মাখতুম, বেহেশতি জেওর, লা- তাহযান, প্রিয়তমা, তোমাকে ভালোবাসি হে নবী, বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ।। |
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ওস্তাদ নোমান আলী খান, মাওলানা তারিক জামিল, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি মুস্তাকুন্নবী। |
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
Dawah and Islami Stadies ( Alim Course) at Islamic Online Madrasa - IOM (2310 batch)। ক্বারিয়ানা / মুয়াল্লিমা ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। দাওয়াতী কাজ করতে পছন্দ করি, বিশেষ করে পরিবারে দ্বীনি বিষয়ে সময় দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আর দুনিয়াবী যোগ্যতা বলতে, আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতে অনেক পছন্দ করি, ভবিষ্যতে স্থান কাল ভেদে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা আছে ইং শা আল্লহ। সুবিধা অনুযায়ী বাসায় বসে কুরআন তিলাওয়াত শিখানো যায় বা দ্বীনি শিক্ষা দেওয়ার এমন একটা প্লান রাখি,ইং শা আল্লহ । |
নিজের সম্পর্কে কিছু লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহর নিয়ামতের অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ আলা কুলি হাল❤️ আল্লাহ আমাকে হিদায়েত দিয়ে এই পর্যন্ত এনেছেন। এত কোটি মানুষের মাঝ থেকে আমাকে অত্যন্ত ভালোবেসে হেদায়েত দিয়ে দ্বীনের পথটা আমার জন্য সহজ করে দিয়েছেন , আলহামদুলিল্লাহ। আমার রব আমাকে কত্তোটা ভালো না বাসলে আজকে আমি এই পথে আসতে পারতাম না 😭
এক এক ফোঁটা করে চেষ্টা করে রবের প্রিয় হতে চাইছি আলহামদুলিল্লাহ।
আমার উদ্দেশ্য ও গন্তব্য জান্নাত ইনশাআল্লহ, আমি দুনিয়ার মোহে ডুবে থাকতে চাই না , দুনিয়ার এই মরীচিকার মতো ধোঁকা যেন আমার আসল গন্তব্য কে গ্রাস না করে ফেলে। অনেকের কাছে আমি আনস্মার্ট ( বেপর্দায় চলা, ফ্রী মিক্সিং চলাফেরা করা তো আজকাল স্মার্টনেস)
কিংবা আনকালচারাল একজন হতে পারি, থাকনা!!! রবের সন্তুষ্টিতে এটুকু না হয় সহ্য করে নিই। আমি চাই আমার জীবনে এমন কেউ না আসুক যিনি পর্দার গুরুত্ব বোঝেনা। আমি এমন কাউকে জীবনসঙ্গীনী হিসাবে চাচ্ছিলাম যে তিনি পর্দার ব্যাপারে এতটাই সতর্ক থাকবেন যেন তাকে শেষ বিচারের দিন দাইয়্যুস বলে ডাক না পড়ে ইং শা আল্লহ।
বর্তমান ফেতনায় ভরা জামানায় হারাম অনেক সহজ, হালাল অনেক কঠিন হয়ে দাড়িয়েছে!!!
ফেৎনাময় সমাজ দ্বীনকে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করে। ঘটকের কাছে ছবি না দেওয়া, নন মাহরাম এর সামনে নিজেকে প্রেজেন্ট না করা, ব্যাংক সহ অন্যান্য সুদ - ঘুষ এর জবকে নিজের সুবিধা অনুযায়ী হালাল মনে করা যা থেকে বেঁচে উঠা কঠিন প্রতিবন্ধকতা ছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ❤️
আমি নিজেকে অন্যের কাছে জাহির করা পছন্দ করি না, আল্লাহ না করুক কখনো যদি রিয়া হয়ে যায়!!!
এখনে প্রয়োজনের তাগিদে পাত্র পক্ষের বোঝার সুবিধার্থে কিছুটা তুলে ধরলাম।
পৃথিবীতে কোন মানুষই একেবারে নিখুঁত নয়, নিজে ও একেবারে নিখুঁত নয় তেমনি একেবারে নিখুঁত কাউকে পাওয়ার চেষ্টাও করি না।
আমি আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এর আকীদা অনুসরণ করে দ্বীন প্র্যাকটিস করার সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলার সর্বোচ্চ চেষ্টা আমার মাঝে আছে। আমার নবীর সুন্নাহ অনুযায়ী পছন্দ-অপছন্দ গুলো গুরুত্বের সাথে পালনের চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ ফরজ /ওয়াজিব (পর্দা, নামাজ, রোজা ) আমলগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করি,
তেমনি তাহাজ্জুদ আদায়, নফল রোজা রাখার ব্যাপারেও সর্বদাই সজাগ থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। বান্দার হকের ব্যাপারে যথেষ্ট সচেতনতা অবলম্বন করি। কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা কোন বিষয় নিয়ে অহংকার করা আমার মোটেই ভালো লাগেনা। নিজের সাধ্যের মধ্যে পরোপকার করতে পছন্দ করি।
من سمعت نج যে চুপ থাকবে সে নাজাত পাবে, একের কথা অন্যের কাছে বলে বেড়ানো, অপ্রয়োজনে আড্ডা দেওয়া আমার পছন্দ না, সর্বোচ্চ চুপচাপ থাকতে চেষ্টা করি, আবার একেবারে ইন্ট্রভারড টাইপেরও নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা নেই। মোবাইল ফোনে বা এমনিতে কোন ছেলে ফ্রেন্ড নেই। জাষ্ট ফ্রেন্ড নামে চ্যাটিং করা, খোঁজ খবর নেওয়া এমন ফ্রেন্ড আমার নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে পানাহ চাই।
কৃপণতা একেবারে অপছন্দ তবে সর্বোচ্চ মৃতব্যয়ীতার চেষ্টা করি , প্রয়োজন এর অতিরিক্ত অপচয় করা মোটেই পছন্দ করি না।
দানকারী হাত গ্রহনকারী হাত অপেক্ষা উত্তম,
মানুষকে খাওয়ানো বা সাধ্যের মধ্যে উপহার দেওয়া অনেক পছন্দের কাজ। বই পড়তে খুব ভালোবাসি , স্পেশালি ইসলামিক বই।
নিজের ইবাদত, একাডেমী পড়াশোনার পাশাপাশি মা-বাবাকে টুকিটাকি হেল্প করি, টুকিটাকি শখের রান্না ফাস্টফুড তৈরি কর, বাগান করা এবং পশুপাখি পালা আমার অনেক শখ । অনেকটা প্রকৃতি প্রেমী ও বলা যায়।
আধুনিকতার দিক থেকে মিডিয়াম প্রকৃতির, পর্দা রক্ষা করে স্মার্টনেস থাকার চেষ্টা করি, সর্বোপরি গোছালো থাকতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ মোটামুটি সবক্ষেত্রেই দায়িত্ব নিয়ে নিজে করার বা পারার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ কখনো অশালীন বা অশ্লীল চলাফেরা করি নি।আধুনিকতার নামে অতিরঞ্জন এর ছিঁটে ফোঁটা কখনোই ছিল না, আলহামদুলিল্লাহ।
বর্তমান সময়ে পাত্রী দেখতে আসলে উনাদের একটা কমন প্রশ্ন থাকে চাকরি করার ইচ্ছে আছে কিনা?
সেক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ চাকরি করার জন্য আমার যথেষ্ট যোগ্যতা আছে, আমি পড়াশোনা করতে ভালোবাসতাম এবং অনেক প্রিপারেশান নিয়েছিলাম,
একটা সময় চাইতাম ফার্স্ট ক্লাসের একটা জব করবো, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে পর্দা রক্ষা করে মেয়েদের বাইরে চাকরি করাটা মোটেই অনুকূল নয়। সব ক্ষেত্রে ফ্রি মিক্সিং এ ভরপুর, সেক্ষেত্রে আমি নিজের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে স্থান কাল বিবেচনায় এনে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা রেখেছি ইং শা আল্লহ (যদি আমার উনি সাপোর্ট করেন)
ভবিষ্যত হাজবেন্ড এর কাছে একটা আকুতি, আমার রবের কাছ থেকে হিদায়েত নামক আলো পেয়ে আমি ত্বলিবুল ইলম্ এর অনুসন্ধান করি, আলহামদুলিল্লাহ আমার রব আমাকে দ্বীনী কাফেলায় যুক্ত করেছেন । যেহেতু এখন আমি ত্বলিবুল ইলম্ অর্জনের চেষ্টারত কাফেলায় পথচলার একজন, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছে এই পথ চলা যেন জীবনের শেষ দিন অব্দি অব্যাহত রাখতে পারি, স্ত্রী হিসেবে সব দায়িত্ব কর্তব্য শেষে ইলম অর্জনের জন্য উনি যেন আমাকে সাহায্য করেন, সর্বোচ্চ সাপোর্ট টুকু উনার কাছ থেকে আশা করি।
দ্বীনী জ্ঞান অর্জন, হজ্জ ওমরা পালন ব্যতীত বিশেষ কোন শখ বা স্বপ্ন নেই আলহামদুলিল্লাহ।
যেহেতু আল্লাহ- রাসূল স্বামী সন্তানের হক সম্পর্কে স্ত্রীর উপর কর্তব্য রেখেছেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আমার চক্ষুশীতলকারীদের প্রতি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে জীবনে শেষ দিন অব্দি দায়িত্ব পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। |
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
নজরের হেফাজত করেন? |
চেষ্টা করি |
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
আলহামদুলিল্লাহ আমি এখন সহীহভাবে কোরআন তিলাওয়াত করতে পারি, যেহেতু আমি এখন একজন ত্বলিবুল ইলম্, তাই এইটুকু ইচ্ছে স্বপ্ন আছে যে জীবনের শেষ দিন অব্দি ত্বলিবুল ইলম্ এর সাথে লেগে থাকতে চাই। হিফজ্ করার নিয়ত আছে ইং শা আল্লহ যতটুকুই পারি চেষ্টা অব্যাহত থাকবে। দাওয়াতী কাজ করতে অনেক পছন্দ করি, এবং ভবিষ্যতে ও চেষ্টা করব ইং শা আল্লহ। উনি যেন আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করেন, পারিবারিক ফেতনা থেকে বাঁচতে সাহায্য করেন, যেমন: (অমুকের সাথে দেখা না দিলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে, শ্বশুর বাড়ির সবাই কে পা ধরে সালাম দিতে হবে ) এই টাইপের কুসংস্কার ও মুরব্বিআনী ফেতনা থেকে হেফাজত করবেন বলে আশা করি, তাহলেই আমার এবং উনার পক্ষে সহজ হবে একটা দ্বীনি পরিবার গঠন করা ইং শা আল্লহ। |
অবসর সময় কিভাবে কাটান? |
কুরআন তিলাওয়াত শুনি, ইসলামী নাশিদ বা প্রিয় বক্তাদের লেকচার শুনি, টুকিটাকি দাওয়াতী কাজ করি, বাগান করা আমার অনেক শখ, তাই গাছ লাগানো হয় আলহামদুলিল্লাহ। |
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? |
মা বাবাকে কে হেল্প করি, ছোট ভাই বোনদের পড়াশোনায় দেখাশোনা করি। আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেওয়া। |
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? |
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত থাকে , ইসলাম নারীকে সমান অধিকার নয় বরং আরো বেশি অধিকার দিয়েছেন। যেমন একজন নারী বাবার দিক থেকে পাওয়ার অধিকার রাখেন এবং স্বামীর কাছ থেকেও পাওয়ার অধিকার রাখেন। কিন্তু একজন পুরুষ মানুষ শুধুই বাবার কাছ থেকে পাওয়ার অধিকার রাখে। নারী হলেন ঘরের রানী, আর পুরুষ হলেন সেই ঘরের রাজা।
রাজা কে তার স্থান থেকে সম্মান করা উচিত , আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অধিকার থাকতো তাহলে প্রত্যেক নারী যেন তার স্বামীকে সিজদা করতো। স্বামীকে তার প্রাপ্য সম্মান দিতে চাই ইনশাআল্লাহ। আধুনিকতার জগতে যেদিক দিয়ে নারী-পুরুষ সমান বিবেচনা করা হয় তা হলো বাইরে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে চলে নিজের পায়ে নিজে দাঁড়ানো অর্থাৎ পুরুষের সমকক্ষ হওয়া , তা যদি সত্যিই প্রয়োজন হতো তাহলে আমার রব সেভাবেই সৃষ্টি করতেন। |